Header Ads

শেখ সাদির উপদেশ..!!


-বিড়ালকে স্নেহ করিলে কোলে
উঠে।
- বানরকে স্নেহ করিলে মাথায়
উঠে।
- মিথ্যাবাদীর স্বরণশক্তি অধিক।
- পরিক্ষা ভিন্ন কিছু বিশ্বাস করিও না।
- স্ত্রী লোককে বেশী বিশ্বাস
করিও না।
- বল অপেক্ষা কৌশল শ্রেষ্ঠ ও
কার্যকারী।
- তিন জনের নিকট কখনো গোপন
কথা বলিও না- (ক) স্ত্রী লোক. (খ)
জ্ঞানহীন মূর্খ. (গ) শত্রু।
- সকল কাজেই মধ্যপন্থা অবলম্বন
করিও।
- না শিখিয়া ওস্তাদি করিও না।
- কোন কাজেই প্রমাণছাড়া বিশ্বাস করিও
না।
- পথের সম্বল অন্যের হাতে রাখিও না।

Powered by Blogger.