হুমায়ুন আহমেদের কিছু উক্তি
বেশিরভাগ রুপবতী মেয়ে নকল হাসি
হাসে।
হাসার সময় ঢং করার চেস্টা করে।
তাদের
হাসি হায়েনার হাসির মত হয়ে যায়।
সময়ের সাথে সাথে যদি ভালবাসা কমে
যায়,
বুঝে নিবেন এটা কখনো ভালবাসা ছিল
না।
এটা ছিলো সময়ের প্রয়োজনে
একটু ভাললাগা।
কান্নার মত গভীর কিছু নেই।
একজনের
দুঃখ অন্যজনকে স্পর্শ করে না । কিন্তু
একজনের চোখের জল অন্যকে
স্পর্শ
করে।
হাসি সব সময় সুখের অনুভুতি বুঝায়
না। মাঝে মাঝে এটাও বোঝায় ;
আপনি কতটা বেদনা লুকাতে পারেন ।