আজ আমার ২০ তম জম্মদিন
সুস্থ সুন্দর জীবনযাপন করতে চাই । ভাসতে চাই অনাবিল সুখে ।
খুব তাড়াতাড়িই যেন ২০ বছরে
পা রাখলাম । মনে হয় এই ত
সেদিন আমার ১৯ তমপা রাখলাম । মনে হয় এই ত
জম্মদিন ছিল । বাড়ির সবাই
উইশ করেছিল,ফেবু বন্ধুরা
করেছিল । ১ বছর যেন
চোখের পলকে হারিয়ে
গেল । এভাবেই হয়ত বয়সটা
বাড়তেই থাকবে । একদিন
বুড়ো হব । এটাই নিয়তি ।
জম্মদিন মানেই একটা বয়স
জীবন থেকে কমে যাওয়ার
দিন । এ জন্য জম্মদিনে
আনন্দের সাথে দুঃখও
থাকে । যাই হোক দুঃখটা
দুঃখের জায়গায় থাক ।
সুখটা নিয়েই ভাবি । এই
দিন আমার জম্ম হয়েছিল ।
দেখেছিলাম পৃথিবীর মুখ ।
পৃথিবীর আলো । সেটা আজ
থেকে ২০ বছর আগে । সুখ
এটাই যে এদিন ছিল আমার
প্রথম পৃথিবী দেখার দিন ।
সুতরাং প্রথম পৃথিবী
দেখার দিন হিসেবে
জম্মদিনকে তো সেলিব্রেট
করাই যায় । কি বলেন ? তো
এটাই হল কথা । বয়স বেড়ে
যাওয়ার দুঃখকে চাপা
দিবো সুখ দিয়ে । প্রথম
পৃথিবী দেখার সুখ । আপনার
ইচ্ছা করলে বলতে পারেন,
হ্যাপী বার্থডে ।
আজকের দিনে
ভাই বন্ধু সবার কাছ থেকে
আমি দোয়া চাই যেন
আগামী বছর এই দিনে
আপনাদের কাছ থেকে
আবারো দোয়া চাইতে
পারি। সবার জন্য রইল
আগাম ধন্যবাদ....
কেক খান....
ফেসবুক