Header Ads

প্রেমের সম্পর্ক টিকিয়ে রাখার জন্য ১০ টি টিপস…

প্রেমের সম্পর্ক টিকিয়ে রাখার জন্য ১০ টি টিপস…


কথায় আছে কোন জিনিস তৈরি করা ঠিক যতটা কঠিন, সেটা ভেঙে ফেলা ঠিক ততটাই সহজ ৷ তার সবচেয়ে বড়সড় উদাহরণ, প্রেমের সম্পর্ক ৷
আজকাল মানুষের প্রমে পড়তে যত না সময় লাগে, তার অনেক কম সময় লাগে একটা সম্পর্ক ভেঙে ফেলতে ৷ কিন্তু, সম্পর্ক কি এতটাই ঠুনকো যে চাইলেন ভেঙে ফেলা যাবে? অনেক সময় কিছু তর্ক বা ঝগড়া কিন্তু সম্পর্কের ভাঙনের কারণ হতে পারে ৷ তাই আপনি যদি ব্রেকআপ না চান, তবে কয়েকটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে ৷ নিজের সম্পর্ককে আপনি নিজেই বাঁচিয়ে নিতে পারবেন ৷
সঙ্গীকে বদল করার চেষ্টা করবেন না
প্রথম যেদিন আপনার সঙ্গীকে দেখে আপনার ভাল লেগেছিল, তাকে সেইভাবেই থাকতে দিন ৷ তাকে বদলানোর চেষ্টা করবেন না ৷ অন্যের সঙ্গে তুলনা করে তাকে কখনও পালটে যেতে বলবেন না ৷ এতে আপনার সঙ্গী নিজের প্রতি হীনমন্যতায় ভুগতে পারে ৷ আবার অনেক সময় হয়ত এমনও হতে পারে, যাতে আপনার কথায় বিরক্ত হয়ে তিনি নিজেকে পাল্টে নিলেন আর তখন তার জীবনে আর আপনার জন্য কোন জায়গাই থাকল না ৷ কাউকে ভালবাসলে তাকে তার মতো করেই ভালবাসুন ৷
সঙ্গীর সবকথা মন দিয়ে শুনুন
সঙ্গীর সবকথা যে আপনার ভাল লাগবে, তা একেবারেই নয় ৷ কিন্তু, তাই বলে সঙ্গীর কথা একেবারেই এড়িয়ে যাবেন তা কিন্তু একেবারেই ঠিক নয় ৷ সঙ্গীর সবকথা মন দিয়ে শুনুন ৷ এতে তার মনের যাবতীয় অনুভূতি এবং তিনি কী ধরনের মানুষ তা অনায়াসে বুঝতে পারবেন আপনি ৷ এর ফলে আপনাদের সম্পর্ক অনেক বেশি মজবুত হবে ৷
দু’জনের মাঝে তৃতীয় ব্যক্তি যেন না আসে
বেশির ভাগ ক্ষেত্রেই একটা সম্পর্ক কেবল মাত্র তৃতীয় কোন ব্যক্তির কারণেই ভেঙে যায় ৷ তাই, চেষ্টা করুন আপনাদের দু’জনের সমস্যা দু’জনের মধ্যেই রাখতে আর দু’জনে মিলেই তার সমাধান করতে ৷ এতে সম্পর্কের গোপনীয়তা বজায় থাকে ৷ সম্পর্কে তৃতীয় ব্যক্তি আসা মানেই আপনাদের সম্পর্কের বিভিন্ন বিষয় সম্পর্কে সে জেনে যাবে এতে আপনাদের দু’জনের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে ৷
দু’জনের পরিবারই সমান গুরুত্বপূর্ণ
নিজের পরিবারকে গুরুত্ব সকলেই দেন ৷ কিন্তু, একই সঙ্গে সঙ্গীর পারিবারিক দিকটাকেও কিন্তু আপনাকে সমান গুরুত্ব দিতে হবে ৷ সঙ্গীর পরিবারের সঙ্গে সেভাবে যুক্ত না হলেও খেয়াল রাখুন যাতে আপনার জন্য আপনার সঙ্গীর পারিবারিক জীবনে কোন সমস্যা না হয় ৷
ঝগড়া পুষে রাখবেন না
সম্পর্কে প্রেম থাকলে সেখানে ঝগড়া থাকবেই ৷ কিন্তু, তাই বলে পায়ে পা দিয়ে ঝগড়া করেই যাবেন, তা হলে সম্পর্ক বেশিদিন টেকানো যায় না ৷ একটু আধটু ঝগড়া সম্পর্কে আরও গাঢ় করে তোলে ৷ কিন্তু সেই ঝগড়া অনবরত করতে থাকা বা রাগ পুষে রেখে কথা না বলা, দেখা না করা ইত্যাদির ফলে সম্পর্কে ভাঙন ধরতে বাধ্য ৷
সঙ্গীকে তার মতো করে সময় কাটাতে দিন
আপনি তার সঙ্গে প্রেম করছেন বলে তার সমস্ত সময় শুধু আপনার জন্যই, এই ভাবনা একেবারেই ভুল ৷ প্রেমের বাইরে আপনার যেমন একটা বন্ধুর জগত আছে তেমনই তারই বন্ধু রয়েছে সেটা আপনাকে বুঝতে হবে ৷ তাই একে অপরকে স্পেস দিন ৷ নিজের নিজের বন্ধুর সঙ্গেও সময় কাটান ৷ সব সময় একে অপরের সঙ্গে আটকে থাকলে সম্পর্কে অস্বস্তি বাড়তে পারে ৷
সঙ্গীর মেয়ে বা ছেলে বন্ধু নিয়ে অযথা প্রশ্ন নয়
আপনার সঙ্গীর ছেলে বা মেয়ে বন্ধু থাকতেই পারে ৷ তাই বলে প্রেমিকের মেয়ে বন্ধু রয়েছে বলে অযথা সন্দেহ বা প্রতিক্রিয়া একেবারেই দেখাবেন না ৷ নিজের মনে বিশ্বাস রাখুন আপনার সঙ্গী কেবল আপনারই ৷ অন্য কেউ তার বন্ধু হওয়া মানেই তিনি আপনার থেকে দূরে সরে যাবেন তা একেবারেই নয় ৷
অতীত নিয়ে অযথা প্রশ্ন করবেন না
প্রত্যেক মানুষের জীবনেই অতীত থাকতে পারে ৷ এমন হতে পারে আপনার আগে হয়ত আপনার সঙ্গীর জীবনে অন্য কেউ ছিল ৷ কিন্তু তাই বলে সে নিয়ে তাকে অযথা প্রশ্ন করবেন না ৷ এমনকি ঝগড়া হলেও প্রথম প্রেমের কথা টেনে আনবেন না ৷ এতে আপনার সঙ্গী বিরক্তও যেমন হবেন, তেমনই মনে মনে সে আপনার প্রতি নিরাপত্তাহীনতায় ভুগবেন ৷
সম্পর্কে স্পেস দিন
সকলেই নিজের সঙ্গীকে জীবনে সবচেয়ে বেশি প্রাধান্য দেন ৷ সেটা করা ভাল ৷ কিন্তু তাই বলে সঙ্গী যদি অন্য কোন কাজে ব্যস্ত হয়ে পড়েন আর আপনাকে সময় দিতে না পারেন তবে সে নিয়ে অযথা ঝগড়া করবেন না ৷
অনুমতি না নিয়ে ব্যক্তিগত জিনিস ধরবেন না
সঙ্গী হয়ত আপনার থেকে কিছু লুকিয়ে রাখেন না, কিন্তু তাই বলে অনুমতি না নিয়ে তার ব্যক্তিগত কোন জিনিস ধরবেন না ৷ প্রত্যেকেরই নিজস্ব জগৎ আছে এবং গোপনীয়তাও রয়েছে ৷ তাই অনুমতি নিয়ে তার জিনিসগুলি ধরুন একে অপরের প্রতি সম্মান বাড়বে ৷
- See more at: http://www.bd24live.com/bangla/article/20355/index.html#sthash.9MM9liDT.dpuf
Powered by Blogger.